Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবা সমূহ
বিস্তারিত

পিডিবিএফ টাঙ্গাইল অঞ্চলাধীন 15 টি উপজেলা / কার্যালয় রয়েছে।

 

সিটিজেন চাটার হলো কোন প্রতিষ্ঠানের নিকট থেকে জনগনের সেবা পাওয়ার অধিকারের লিখিত সনদ। সিটিজেন চাটারের মাধ্যমে সেবা গ্রহনকারীদের যথাসময়ে সেবা প্রদান নিশ্চিত করা যায়, তাছাড়া সেবা প্রদানকারী কতৃর্পক্ষের কমর্কান্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রশাসনের গতিশীলতা বৃদ্ধি পায়। প্রকৃতপক্ষে সিটিজেন চাটারের মাধ্যমে সেবা গ্রহনকারী ও সেবা প্রদানকারী উভয়ের মধ্যে আস্থার বন্ধন তৈরী হয়।

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মূল লক্ষ্যই হলো পল্লী এলাকার দারিদ্র্য দূরীকরনের মাধ্যমে আথ- সামাজিক অবস্থার উন্নয়ন এবং নারী পুরষের সমতার বিকাশ সাধন করা। এ লক্ষ্যকে সাফল্যের সাথে সম্পন্ন করার জন্য পিডিবিএফ নিম্নলিখিত সেবামূলক কমসূচী গ্রহন করেছে :

       1.  দরিদ্র্য ও অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠিকে সংগঠিত করা

·     2.  সঞ্চয় জমার মাধ্যমে সদস্যদের পুঁজি গঠনে সহায়তা করা

·     3. আয় বৃদ্ধিমূলক কমকান্ডে ক্ষুদ্র ঋণ প্রদান করা

·    4.   ঋনের টাকা সঠিক খাতে ব্যবহারের মাধ্যমে সূফলভোগী সদস্যদের অথনৈতিক উন্নয়ন সাধন

·     5.  ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে Small Enterprise Loan Program (SELP) বাস্তবায়ন

·     6.  সুবিধাভোগীদের অধিক পুজিঁ গঠনের লক্ষ্যে সোনালী সঞ্চয় স্কীম ও মেয়াদী সঞ্চয় কাযর্ক্রম

·    7.   সুফলভোগীদের সচেতনতা বৃদ্ধি করা এবং নেতৃত্বের বিকাশ ঘটিয়ে তাদের সামাজিক অবস্থার উন্নয়ন সাধন

·    8.   কৃষিভিত্তিক বিভিন্ন আয়বৃদ্ধিমূলক কমর্কান্ডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন প্রদান

·    9.   আইজিএ ভিত্তিক প্যারাটেক তৈরী করে তাদের মাধ্যমে সুফলভোগীদের সেবা নিশ্চিত করন

·   10.   প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ চাহিদা মেটাতে সুলভ মূল্যে সোলার হোম সিষ্টেম (Solar Home System) বিতরন।

    11. টিআ/কাবিটা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বিনা মূল্যে সোলার বিতরণ

·    11.   শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক অধিকার, নারীর ক্ষমতায়ন ও পারিবারিক আইন সম্পকে সুফলভোগীদের সচেতনতা বৃদ্ধি করা ।